শুক্রবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Oplus_0
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিবগঞ্জ বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রাতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠন আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছে।
এদিকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বাংলা নতুন বছর বরণ করতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব এর নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। তাদের আয়োজনে ছিলো বাঙালি জাতির ঐতিহ্য পহেলা বৈশাখের পান্তাভোজ, বর্ণাঢ্য র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

bnen