
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে সমাজের সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে “আন নূরে মদিনা ফাউন্ডেশন” এর উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহায়মিলুন রাসেল বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা তরিকুল ইসলাম (গোলাপ), পরামর্শক ইউসুফ আলী, এডমিন আব্দুল্লাহ আল মাহিন, জাহিদ হাসান, সুজন ইসলাম, আরমান রাকিব, সাকিব ইসলাম।
ইফতার বিতরণের এ মহান উদ্যোগকে পথচারীরা ও সুবিধাবঞ্চিত মানুষগুলো আপ্লুত হয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের আহ্বান জানান।
সংগঠনটির এই মহতী উদ্যোগ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন।ভবিষ্যতে সংগঠনটি আরও ব্যাপক পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হতে পারে। এ ধরণের উদ্যোগ শুধু দান-সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিতদের প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ।
উল্লেখ্য, “আন নূরে মদিনা ফাউন্ডেশন” সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন, মানবসেবা ও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করছে।