
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামায়াতের শিবগঞ্জ উপজেলা শাখার নেতারা।
শুক্রবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার ১৯ টি মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দিয়ে আর্থিক সহযোগিতা করেন দলটির নেতারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম আলমগীর হোসাইন, শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব, শিবগঞ্জ পৌর আমির শিহাব, দেউলী ইউনিয়ন জামায়াতের আমির কামাল হোসেন, মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর শামছুল আলম, কিচক ইউনিয়ন জামায়াতের আমীর আশরাফ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব বলেন, জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।