বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ

Oplus_131072

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে আনিছুর রহমান নামে এক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার দেউলী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আনিছুর রহমান।

অভিযোগকারী আনিছুর রহমান একই এলাকার মৃত কছের মাহমুদের ছেলে। তিনি দেউলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আনিছুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছেন। পরে সেই জমি প্রতিবেশি মোমিনের কাছে বিক্রি করেন। মোমিন তার কেনা জমিতে মাটি ফেলতে গেলে আফজাল ও তার পরিবারের লোকজন দলবদ্ধভাবে জমিতে গিয়ে বাঁধা দেয়। পরে তারা জমিতে বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক দখল করেন।

অভিযোগপত্রে আনিছুর বলেন, বিষ্ণুপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আশরাফ হোসেন(৩০), আফছার আলীর ছেলে ইউসুফ আলী(৩২), আফজাল হোসেন(৫০), খয়বর আলী(৪০), হযরত আলী(৪৫), আফজাল হোসেনের স্ত্রী কহিনুর বেগম(৪৮), খয়বর আলীর স্ত্রী ফুরকুনি বেগম(৩৫), আশরাফ আলীর স্ত্রী শাকিলা বেগম(২০) ও ইউসুফ আলীর স্ত্রী শান্তনা বেগম(২৮) দীর্ঘদিন ধরে আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসতিছে। একপর্যায়ে তারা ১৭ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে আমার ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে। বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাঁধা নিষেধ করলে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করে। একপর্যায়ে বলে যে, এখানে কেউ বাঁধা দিতে আসলে তাকে মেরে এই জমিতেই পুতিয়ে রাখবো। এছাড়াও বিভিন্ন ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকিও প্রদান করে তারা।

আনিছুর আরো বলেন, এই জমি নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশ বৈঠক ডাকা হয়েছিলো। বৈঠকগুলোতে তারা উপস্থিত হয়নি। গত শুক্রবারেও বৈঠক বসার কথা ছিলো। সেই বৈঠকেও তারা উপস্থিত হয়নি। তারা কোনো বৈঠকেই উপস্থিত হন না। বৈঠকে উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, আমাদের কাগজ এখনও হাতে পাইনি।

অভিযুক্ত আফজাল হোসেন বলেন, ওই জমির ওপর বাটোয়ারা মামলা চলতিছে। সেই জমি আনিছুর কিভাবে বিক্রি করে? তিনিই তো একজন বিচারক। মামলা ক্লিয়ার না হওয়া পর্যন্ত জমি বিক্রি করা যাবে না।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ