শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।

এবার তাদের দেখা যাচ্ছে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে। বাজারে গিয়ে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহবান জানিয়েছেন তারা। বাড়তি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । গতকাল শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

আরিফুল ইসলাম বলেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন শিক্ষার্থীরা। এলাকার বিভিন্ন বাজারে গিয়ে বাজার মনিটরিং করছেন তাঁরা। আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি। তাঁরা আমাদের জানিয়েছেন ছাত্রদের তদারকিতে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের এসব কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের পর আমরা এখন দেশ সংস্কারের উদ্যোগ নিয়েছি। সেজন্য শিক্ষার্থীরা সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন।

এসময় উপস্থিত ছিলেন ফারদিন এহসান আলিফ, আসিফ ইবনে মোমেন, সোহানুর সোহাগ, সাব্বির হোসেন, সাফিউর রহমান, আরিফুল ইসলাম, সিয়াম, ইমরান, নাজিবুর, মুরাদ সহ আরও অনেকেই।

শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *