মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাজা মিয়া নামের এক ব্যক্তির ৪৫ শতক জমির কলা গাছ নষ্টের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিনগত রাত ৯ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত রাজা মিয়া।
অভিযুক্তরা হলেন, সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত আহসান উল্লার ছেলে আতাউল হক, আতাউল হক এর স্ত্রী তাসলিমা আক্তার রিক্তা, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগারী গ্রামের মৃত রফিকুলের ছেলে রবিউল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রাজা মিয়ার কলাক্ষেত নষ্ট করার জন্য হুমকি-ধমকি দিয়ে আসছিলেন আতাউল হক। তারই ধারাবাহিকতায় সোমবার দিনগত রাত আনুমানিক ৯ টার দিকে আতাউল, তার স্ত্রী তাসলিমা ও রবিউল সহ আরও অজ্ঞাত ৫-৬ জন লোক রাজা মিয়ার ৪৫ শতক জমির ৩০০টি কলার গাছ কেটে নষ্ট করেন। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক রাজা মিয়া। ঘটনার সময় রাজা মিয়র হাতে থাকা টর্চ লাইটের আলোতে তাদের দেখে ফেললে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
শিবগঞ্জ থানার ডিউটি অফিসার সুলতান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।