
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে বর্ষা খাতুন। আরেক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,বাখের আলী বিশ্বনাথপুর এলাকায় রবিবার দুপুরে রাস্তা পারাপারের সময় অটোরিক্সার ধাক্কায় বর্ষা খাতুন নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকার বেলা সাড়ে ১১টার দিকে স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক অজ্ঞাত পরিচয়ে মানসিক ভারসাম্যহীন একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দুটি পৃথক সড়ক দূর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।