মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করে হিন্দুদের সাথে মতবিনিময় শেষে উপহার প্রদান করেন শিবগঞ্জ উপজেলা নাগরিক যুব ঐক্য।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে এই আয়োজন করেন উপজেলা নাগরিক যুব ঐক্যের সভাপতি অমিত হাসান।
অমিত হাসান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। হিন্দু ভাইয়েরা যেন তাদের এ উৎসব আনন্দ-উল্লাস এবং নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আমরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। মণ্ডপে মণ্ডপে তাদের সাথে মতবিনিময় করেছি। কোনো অপশক্তি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা যথেষ্ট ব্যবস্থা অবলম্বন করবো।
তিনি আরও বলেন, উপজেলার কোন মন্দিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোড়দার ছিলো বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন মাঝিহট্ট ইউনিয়ন নাগরিক যুব ঐক্যের সভাপতি মকিন আলী মীর, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিরব ইউনিয়নের সভাপতি রানা আহমেদ, সাধারণ সম্পাদক নয়ন মিয়া, শিবগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি মাফিজার রহমান, সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, আটমূল ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, কিচক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সহ নাগরিক যুব ঐক্যের বিভিন্ন নেতাকর্মীরা।