শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে সাইকেল পার্টসের দোকানে আগুন, ৫০ লাখ টাকা ক্ষতি

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে একটি সাইকেল পার্টস এর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানটির মালিক।

শনিবার ভোর ৪ টার দিকে মোকামতলা বাজারের নাফিজা সাইকেল স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকানের মালিক নুরুল ইসলাম (৪৩) জানান, শুক্রবার বিকাল ৩ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আমার দোকানে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে ভোর রাত ৪ টার দিকে শুনি আমার দোকানে আবার আগুন লেগেছে। এসে দেখি দোকানের সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা সাব অফিসার মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিলো। গিয়ে দেখতে পায় স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *