
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়ার নবাগত জেলা প্রশাসক হোসনা আফরোজা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।