
যায়যায়কাল প্রতিবেদক: বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া ৬৫ চিকিৎসকের অস্থায়ী নিয়োগ বাতিল করেছে হাসপাতালের পরিচালনা পর্ষদ।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি ছাড়াই অ্যাডহক ভিত্তিতে ওই নিয়োগের পর সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এরপরই এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এল।
প্রতিবেদনে বলা হয়, কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই ৬৫ চিকিৎসককে ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগে থেকেই এ হাসপাতালে কাজ করছিলেন।
পরিচালক অধ্যাপক মাহবুবুল হক বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে তাদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পরিচালনা পর্ষদ শনিবার ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।’
‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও এই নিয়োগ বাতিলের সুপারিশ করেছে,’ বলেন তিনি।
পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশনাও দিয়েছে বলে জানান পরিচালক।