শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ঢাকা কলেজ ছাত্রলীগের আনজির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে রাস্তার পাশে থাকা বিপর্যস্ত ছিন্নমূল মানুষের শীতের কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের মুহাম্মদ আনজির হুসাইন৷ তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে জড়িত৷ ব্যক্তি উদ্যোগে সপ্তাহব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় শীতের কষ্ঠ পাওয়া এসব ছিন্নমূল, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত থেকে সপ্তাহব্যাপী এই কার্যক্রম শুরু করেন তিনি।

এই কার্যক্রমে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি৷ এতে যানবাহন হিসেবে ব্যবহার করছেন নিজের মোটরসাইকেল। এ কয়েকদিন তিনি সংসদ ভবন এলাকা, ধানমন্ডি ২৭ নম্বর, পান্থপথ, গ্রীণরোড, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, কলাবাগান, পলাশীসহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রায় তিনশ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।

এ সম্পর্কে মুহাম্মদ আনজির হুসাইন বলেন, ‘আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময়ই মানুষের সেবায় নিয়োজিত আছি। আমরা চাই তীব্র এই শীতে মানবসেবায় সবাই অগ্রণী ভূমিকা পালন করুক। তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন, ‘ছাত্রলীগ যেনো তার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ায়’। তারই ধারাবাহিকতায় মমতাময়ী নেত্রীর নির্দেশ মোতাবেক ছাত্রলীগের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে অসহায় শীতার্ত মানুষের জন্য ভালোবাসার উপহার হিসেবে এই উদ্যোগ নিয়েছি। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ’শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছি। ভবিষ্যতেও যতটুকু পারি এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

দেখা গেছে, রাস্তার পাশে রিকশায়, ভ্যানগাড়িতে শুয়ে থাকা মানুষজন, পথশিশু, ফুটপাতের ছিন্নমূল মানুষ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেটের নিরাপত্তাকর্মী যারা শীতের কষ্ট পাচ্ছেন তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন এ ছাত্রলীগ কর্মী। সেসময় আশপাশের অন্যান্য অসহায় মানুষও সাহায্যের জন্য আসলে তাদের হাতেও কম্বল তুলে দেওয়া হচ্ছে।

শীতের কম্বল পেয়ে কালাম মিয়া নামের এক রিকশাচালক বলেন, এখন রাতে শীত বেশি পড়ে। যে কাপড় আছে তাতে শীত যায় না৷ একটা কম্বল পেলাম৷ এটা দিয়ে এবারের মতো শীত কেটে যাবে। অপরদিকে শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টির কথা জানালেন সাধারণ ছিন্নমূল মানুষেরাও। কম্বল গায়ে জড়িয়ে দেওয়ার পর কৃতজ্ঞতায় অনেককেই জড়িয়ে ধরতেও দেখা যায়। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *