
অলিউল্লাহ খান: হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনের সাথে কুমিল্লা জেলা বিএনপির নেতার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিতে দেখা যায় বামে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি, মাঝে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন উডানে সাবেক এমপি রাজিব মোহাম্মদ ফখরুলের বড় ভাই রাকিব মুন্সী। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চারে আগস্ট ২০২৪-ইং পিস্তল হাতে নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।
দুই হত্যা মামলা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় চারটি মামলা রয়েছে।
নেতাকর্মীরা জানিয়েছে, ২০১৪ সালের ২৭ এ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেবীরদার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে এফএম তারেক মুন্সী আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী ছিলেন। তারেক মুন্সি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ওই নির্বাচনে গণসংযোগ চলাকালে বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির গাড়িতে গুলিবর্ষণ করে সাদ্দাম হোসেন।
নির্বাচনে তারেক মুন্সি হেরে গেলে তৎকালীন সাবেক এমপি রাজী মোঃ ফখরুলের নির্দেশে বিএনপি’র সাবেক এমপি সহ ৫৭ জনের কি আসামি করে মিথ্যা মামলার দায়ের করে সাদ্দাম। ওই মামলার বিএনপি সাবেক এমপি মনজুরুল আহসান মুন্সী উদ্ধার ছেলে ব্যারিস্টার রেজবীউল আহসান মুন্সি সহ ৩২ জন নেতা-কর্মীর জেল হাজতে ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে এফএম তারেক মুন্সী বলেন সাদ্দাম এর সাথে যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি ২০০৮ বা ২০০৯ সালের। তখন সাদ্দাম কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না।তিনি আরো বলেন, দেবিদ্বার আমার প্রতিপক্ষ গুরুপ গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।