বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শুধু শেখ হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

যায়যায় কাল প্রতিবেদক: গণহত্যার অভিযোগে কেবল শেখ হাসিনা নন, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার  রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কদ্দুস এবং অধ্যাপক ডা. সিরাজউদ্দিনকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে।”

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন যে, গণতন্ত্রের জন্য বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। তিনি আওয়ামী লীগের দমন-পীড়নের চিত্র তুলে ধরে এর বিচারের দাবি জানান।

নির্বাচন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, তাই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

পরে মির্জা ফখরুল আয়শা মেমোরিয়াল হাসপাতালে শিল্পী ফরিদা পারভীনকে দেখতে যান এবং দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ