
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর রাতে পুষ্পমাল্য অর্পণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দুই ব্যক্তি এসে পুষ্পমাল্য দেন। তবে শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন জানান, পুষ্পমাল্যটি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে অর্পণ করা হয়েছে। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন নামে এক ব্যক্তি প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রাখছেন। তবে অন্যদের পরিচয় এখনও সনাক্ত হয়নি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গভীর রাতে দুইজন ব্যক্তি প্রতিকৃতির সামনে আসে। একজন পুষ্পমাল্য দেয়, অন্যজন মোবাইল ফোনে দৃশ্য ধারণ করে। তবে তাদের আটক করা সম্ভব হয়নি।”
এদিকে, প্রতিকৃতি ভাঙতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাধা দিয়েছেন—এমন অভিযোগে শুক্রবার রাতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আরাফাত হোসাইনের নেতৃত্বে ছাত্র-জনতা। এর আগে বিকেলে ফেসবুকে তিনি লিখেছেন, “কলারোয়া মুজিব প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ বাহ ইউএনও বাহ। ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষতেছে?”
অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, “আমি আজ ছুটিতে আছি। তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বলেছি বেদিমূল রেখে দিতে, অন্য কিছু নান্দনিক স্থাপনার জন্য। কথাটি ভিন্নভাবে নেওয়ার যৌক্তিকতা নেই।”