মো. রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৪ নভেম্বর সকালে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানটি শুরু হয় এবং ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রদর্শনী অনুষ্ঠানের
উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য ২৩ টি স্টলে পরিদর্শন করে উদ্ভাবিত প্রযুক্তির প্রশংসা করেন।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
ওই সময় তিনি উদ্ভাবিত প্রযুক্তির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাতে এক ইঞ্চি জমিও ফাকা অবস্থায় না থাকে তা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।
এমপি মুকুল বলেন,বঙ্গবন্ধুর কন্যা সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব আর ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল, বিশ্ব দরবারে বাঙালী মাথা উঁচু জাতি।
এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট এর সাইন্টিফিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,মোঃ জসিমউদ্দিন,মোঃ রিফাজ উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা মো.মিজানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ.এম শামীম,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।