মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা প্রতিবন্ধীদের দায়িত্ব কাঁধে নিয়েছেন: পলক

মো: মনজুরুল ইসলাম (নাটোর প্রতিনিধি)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এখন প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয় তারা আমাদের অহংকার।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে বিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভাতা সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারো বোঝা নয় তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। পরিবারের দায়িত্ব নিচ্ছেন। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। জননেত্রী শেখ হাসিনা অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করছেন। আওয়ামী লীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। আজ সরকারের সব ধরনের উন্নয়ন মানুষ ভোগ করছে।

পলক আরও বলেন, সিংড়ায় ১ লাখ ৯ হাজার পরিবারেরর মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুযোগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ১৫৩০ জন বয়স্ক বাবা-মা ভাতা পাচ্ছেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ৮৮৪ জন বোন বিধবা ভাতা পাচ্ছে। আজ আমার বয়স্ক বাবা-মা, বিধবা বোন, প্রতিবন্ধী ভাই-বোনরা মাসে ভাতা পাচ্ছেন। ফলে তাদের হাত খরচের জন্য কারো কাছে হাত পাততে হয় না। আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দেবেন।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, এড. ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ