বুধবার, ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের আলোচনা সভা অনুষ্ঠিত

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের আহ্বানে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় ও আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা এবং নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের করণীয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার ইদ্রিসিয়া কামিল মাদরাসায় বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের শেরপুর জেলার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলার সভাপতি ও ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শেরপুর জেলার সভাপতি ও ইদ্রিসিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. ফজলুর রহমান, চৈতন খিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আইনুদ্দীন, আলিনা পাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল আজিজ, কুমরি বাজিখিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আখতারুজ্জামান ও কামারের চর পাবলিক দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ইমান আলী প্রমুখ।

সভায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শেরপুর জেলার নেতৃবৃন্দ ও মাদরাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ