
এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার রাত সাড়ে ৯টা দিকে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো আহত হয়েছেন ৩ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামের আবু রায়হানের কন্যা গত দুইদিন আগে নিখোঁজ হয়। পরে তাকে বুধবার ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। ওই ঘটনায় প্রতিবেশী সাজ্জাদ হোসেনকে দায়ী করে মেয়ের পরিবার।
পরে বুধবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহত সাজ্জাদ হোসেনের লাশ সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।