মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরে বিনামূল্যে বিতরণের জন্য প্রাপ্ত সরকারি বই বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৯ হাজার বইসহ এক ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। আটককৃত ব্যক্তির নাম মাইদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গতকাল ২২ জানুয়ারি বুধবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার ধাতিয়া পাড়া থেকে বই বোঝাই ট্রাকটি আটক করা হয়। ট্রাকে ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিতের মোট ৯ হাজার বই ছিল।

জানা যায়, বইগুলো কুড়িগ্রামের রৌমারি উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মাইদুল ইসলামকে আটক করেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, বইগুলো বিনামূল্যে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ ছিল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ