এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নৌহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে দুই মোটরসাইকেল ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই হাসি আক্তার (৩২) নামে দুই সন্তানের মা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও তিনজন আহত হয় ৷
বুধবার বিকেলে শেরপুর টু ঝিনাইগাতী মহাসড়কের নৌহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসি আক্তার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বৈষ্ণব নগর গ্রামের মোঃ আব্দুল খালেকের একমাত্র কন্যা ও ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের মা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন আরোহী।
স্থানীয়রা জানান, বিকেলে শেরপুর ঝিনাইগাতী মহাসড়কের পৌর কবরস্থানের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলে থাকা এক নারী ছিটকে পরে গিয়ে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেলের ২ চালক ও ১ শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।