বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল।


নবগঠিত শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি (স্টাফ রিপোর্টার, আরটিভি), সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন (জেলা প্রতিনিধি, দৈনিক আনন্দবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল (জেলা প্রতিনিধি, এসএ টিভি/খোলা কাগজ) ও আলমগীর হোসেন (জেলা প্রতিনিধি, ভোরের ডাক, ইসলামিক টিভি), সাংগঠনিক সম্পাদক আবু হানিফ (জেলা প্রতিনিধি, দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, (জেলা প্রতিনিধি, নিউজ২৪ টিভি/আজকের পত্রিকা), প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ (জেলা প্রতিনিধি, এখন টিভি), দপ্তর সম্পাদক নাঈম ইসলাম (জেলা প্রতিনিধি, বাংলা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন (জেলা প্রতিনিধি, আলোকিত বাংলাদেশ) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ/বাংলাদেশ বেতার), এসকে সাত্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব), দেবাশীষ সাহা রায় (জেলা প্রতিনিধি, প্রথম আলো), মুকসিতুর রহমান হীরা (জেলা প্রতিনিধি, দিগন্ত টিভি), আসাদুজ্জামান মোরাদ (চীফ রিপোর্টার, দৈনিক তথ্যধারা), মোহাম্মদ জুবায়ের রহমান (জেলা প্রতিনিধি, দৈনিক চিত্র), কাজী মাসুম (জেলা প্রতিনিধি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস), শহিদুল ইসলাম হিরা (স্টাফ রিপোর্টার, সময় টিভি), হোসাইন আহম্মদ মোল্লা মামুন (জেলা প্রতিনিধি, দৈনিক মুক্ত আলো) ও শাহরিয়ার শাকির (জেলা প্রতিনিধি, দৈনিক বাংলা)।

এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাগণ প্রেসক্লাব মিলনায়তনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করাসহ জেলার সকল সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন। একইসাথে নবনির্বাচিত কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে জেলার সরকারি-বেসরকারি সকল অফিসসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ