
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভীমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ভীমরুলে কামড়ানোর পর শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে।
নিহত সামছুর গাজী ওই গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির পাশে সেজি বাগানে গিয়েছিলেন গাছের আঠা সংগ্রহ করতে। এ সময় একটি সেজি গাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে থাকা ভীমরুলের ঝাঁক বেরিয়ে এসে তাঁর সারা শরীরে আক্রমণ করে।
ভয়াবহভাবে কামড় খেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। তবে গ্রাম্য ডাক্তার তাঁকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় একদিন পর শুক্রবার দুপুরে যখন তাঁকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখনই তাঁর মৃত্যু হয়। েকৈখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।