বুধবার, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের মুনসুর সরদার গ্যারেজ এলাকায় মটরসাইকেলের ধাক্কায় নিশান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান মুনসুর সরদার গ্যারেজ এলাকার আব্দুর রাহিমের সন্তান।

প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশু নিশান বাড়ির মধ্যে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে দৌড়ে রাস্তার উপরে উঠে গলে দ্রুত গতিতে আসা একটি মটরসাইকেলে ধাক্কা গেলে গুরুতর আহত হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত নিশানকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। উপজেলার খানপুর পর্যন্ত পৌঁছালে নিশানের মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন বলেন, মাথা ফেটে নিশানের মাথার হাড় ভেঙ্গে মাথার ঘিলু বের হয়ে যায়। অবস্থার অবনতি হলে আহত নিশানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। এদিকে এই মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা কেন নিশানকে শ্যামনগর হাসপাতালে না রেখে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হলো এমন অভিযোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী এবং উপস্থিত জনতার উপর হামলা চালিয়েছে এমন খবর পাওয়া গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ