শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রদ্ধা-ভালোবাসায় আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্মরণ

সেলিম উদ্দিন (চট্টগ্রাম অফিস) : বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার (৪ নভেম্বর) সকালে আনোয়ারা উপজেলার হাইলধর বাবু’র কবরে পুষ্পমাল্য অর্পন করেন তারই জ্যৈষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।এর পরপরই শ্রদ্ধা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোলায়মান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ জহিরুল ইসলাম জহির, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাহেদুর রহমান শাহেদ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বড়উঠানের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, আমিন শরীফ, এম.এ কাইয়ূম শাহ্, হাসনাইন জলিল শাকিল, মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, অসীম কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এড. ইমরান হোসেন বাবু, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার, সাজ্জাদ হোসেন সাজিদ, ফারুকুল ইসলাম, এরফান আলীসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক নেতৃবৃন্দরাও।

শনিবার দিনব্যাপী আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পন, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পালন করা হয় দিনটি।

উল্লেখ্য, ২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ভূমিমন্ত্রী হিসেবে সারা দেশে প্রসংশিত হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ