
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন: দেশে অর্ধেক জনসংখ্যার বেশি নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। পড়ালেখা ও চাকরির ক্ষেত্রে নারীরা অনেক এগিয়েছে। মোবাইল ফোনের অপব্যবহার করার ফলে অনেক কিশোরী বয়সের মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় আবার অনেকে আত্মহত্যা
করে থাকেন। তাই প্রাপ্ত বয়স্ক না হলে বিশেষ করে ছাত্রীদের হাতে মোবাইল ফোন তুলে না দিতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান অভিভাবক সমাবেশ আরো বক্তব্য রাখেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ছাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন: কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হানিফ সরকার,কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান এড: আবুল কালাম আজাদ তমাল,বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য নজির আহমেদ ভূঁইয়া কাজল, আব্দুস সাত্তার, বাহলুল আলম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খাঁন, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, সহিদুল ইসলাম বাবু, আব্দুল কাইয়ুম, জাকারিয়া সরকার, নাজমা আক্তার প্রমূখ।