
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় বৃহস্পতিবার রাত দিবাগত আড়াইটায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছেন।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে পুলিশ অভিযুক্তদের আদালতে পাঠিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন- কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকার মরহুম আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি এবং মাদক ব্যবসার অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান এবং নাজমুল হুদা রুবেল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ মাদক উদ্ধারে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকার আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে বসতঘর থেকে ইয়াবা ও গাঁজা সহ পুলিশ তাকে আটক করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামানের স্ত্রী ও দুই ছেলে পুলিশের ওপর হামলা করে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের হামলায় পুলিশের ৫ জন সদস্য আহত হন। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।