
আব্দুর রকিব সোহেল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রাস্তার দুই পাশে চারা গাছ রোপণ করছেন ডা: ইকবাল হোসেনের নেতৃত্বে এক দল যুবক।
শনিবার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে কাঁচা রাস্তার দুই পাশে এসব চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণে অংশ নেয়া মাওলানা মুফতি হুমায়ুন কবীর এই সম্পর্কে বলেন, ‘ভারত থেকে নেমে আসা উজানের পানিতে বন্যার সৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকাসহ৷ ফেনী এবং কুমিল্লার বন্যা দুর্গতদের সহায়তার জন্য দেশ বিদেশ থেকে ফান্ড কালেকশন করেন এবং সেই ফান্ড দিয়ে বন্যাবাসীদের খাবার এবং অন্যান্য উপকরণের ব্যবস্থা করেন। দুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ করেন। এরপর থেকেই তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। যার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছিল। যা এখন সবাই মিলে বাস্তবায়ন করছেন।’
তিনি আরো বলেন, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচি পশ্চিম লইয়ারকুল গ্রাম থেকে শুরু করে ভূনবীর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অব্যাহত থাকবে।’
এই বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দানকারী ডা: ইকবাল হোসেনের কাছে এই সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা কোনো সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করছি না। আর এমন ইচ্ছাও আমাদের নেই। একদল যুবক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সহায়তায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম সবাইকে সাথে নিয়ে চলমান থাকবে।’
কোনো ধরনের সংগঠনের নাম ছাড়া সবার সম্মিলিত প্রয়াসে ও এলাকাবাসীর সহায়তায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন ডা: ইকবাল হোসেনসহ সাতগাঁও সামাদিয়া আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুস শহীদ খান, মাওলানা মুফতি হুমায়ুন কবীর, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জাফরী, ব্যবসায়ী শামীম আহমেদ, মো: আব্দুল মতিন, ভলান্টিয়ার আব্দুস সোহান, মো. কানন আহমেদসহ আরো অনেকে।