
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এনসিসি ব্যাংক শাখার স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে এ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মালেক, এনসিসি ব্যাংক এর ডেপুটি ম্যানেজার আতাউর রহমান রিপন, জুনিয়র অফিসার সুশান্ত দাস, শ্রীমঙ্গল রিপোটার্স ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।
এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান বক্তব্যে বলেন, আমরা স্কুল ব্যাংকিং কার্যক্রমের সভা প্রতিবছর বিভিন্ন স্কুলে করে থাকি। এর মাধ্যমে আমরা স্কুলের পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে তাদের একাউন্ট করতে উদ্বুদ্ধ করি। স্কুলের ছাত্র-ছাত্রীরা সম্পুর্ন ফ্রিতে এ একাউন্ট খুলতে পারছেন। যার যার সাধ্যমত যতোখুশি টাকা জমা করতে পারবেন। এখানে একাউন্ট করতে কোন ধরনের চার্জ নেওয়া হয়না। এছাড়াও তাদের ফ্রিতে ডেবিটকার্ড দেওয়া হয়ে থাকে।