মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ার এর আদর্শ চাষী সভা

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ার এর আয়োজনে আদর্শ চাষী সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শাহজিবাজারের কুল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার চাষীদের নিয়ে এ আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন এসিউর এগ্রি কেয়ার এর চেয়াম্যান কাজী আয়েশা মণি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের  কৃষক  মোঃ ফয়েজউল্ল্যা, মোঃ কবির মিয়া, আলেখ মিয়া,ফুরুক মিয়া, আরজত আলী, হাবিবুর রহমান, খালিক মিয়া প্রমুখ।

চাষী মিটিংয়ে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন পদ্ধতি, রোগবালাই দমন, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে পোকামাকড়ের ও রোগবালাই নিয়ন্ত্রনে এসিউর এগ্রি কেয়ার এর বিভিন্ন প্রোডাক্ট ও এসব প্রোডাক্টের ব্যবহার সম্পর্কে উপস্থিত কৃষকদের বিষদভাবে অবহিত করা হয়।  সভায় জানানো হয়, এসিউর এগ্রি কেয়ারের শ্রীমঙ্গল অফিসে সার্বক্ষণিক কৃষি বিষয়ক সবধরনের পরামর্শ পটদান করা হয়। সভায় কৃষক ভাইদেরকে এই সেবা গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

এসিউর এগ্রি কেয়ারের চেয়াম্যান লন্ডন প্রবাসী  কাজী আয়েশ মণি বলেন, তিনিও শ্রীমঙ্গলে  কাজী এন্ড আজাদ এগ্রোফার্ম গড়ে তোলেছেন। তিনি বলেন, আমি লন্ডনে থাকি। দেশের প্রতি দাবদ্ধতা থেকে আমি এই ফার্মটি গড়ে তোলেছি। এখানে বিষমুক্ত ফলমুল সবজি, মোরগ, মোরগী, ডিম, দুধ, মাছ এসব পণ্য এলাকার অনেক প্রয়োজনীয় চাহিদা মেটাচ্ছে। ফসলের উৎপাদন বাড়াতে  এবং নিরাপদ শস্য উৎপাদনে আমি এসিউর এগ্রি কেয়ার গড়ে তোলেছি। আমি বিগত দিনে কাজী এন্ড আজাদ এগ্রোফার্ম গড়ে তোলতে  গিয়ে নানা প্রতিকুলতা কাটিয়েছি। সেসব সমস্যা যাতে অন্য কৃষকদের পোহাতে না হয় সেজন্য আমি এ উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে  এলাকার কৃষকরা তাদের কষ্টের উপার্জিত অর্থ ব্যয় করে সার বীজ ক্রয় করে অনেক সময় ক্ষতির সম্মখীন হোন। এসব বিবেচনা করে আমার গড়ে তোলা এসিউর এগ্রি কেয়ার পোডাক্ট আপানাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ