
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি চেভরন বাংলাদেশের একটি কনডেনসেট পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিন জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলেই এলাকায় তেলের গন্ধ ছড়িয়ে পড়ে। পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভুনবীর ইউনিয়নের শাসন উত্তর ইলাম গ্রামে হঠাৎ বিকট শব্দের সাথে আগুন ধরে যায়। পাইপলাইন ছিদ্র হয়ে বেরিয়ে পড়া তেল জৈতা ছড়ার পানিতে মিশে হাওরের দিকে যেতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিদগ্ধরা হলেন বশির মিয়া (৫০), তার স্ত্রী পারভীন আক্তার (৩৭) ও ছেলে রেদোয়ান (২০) . তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, ৯৯৯ কল পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফোম ব্যবহার করে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমানের বরাত দিয়ে জানানো হয়, দুর্বৃত্তরা পাইপলাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা করেছিল, যার ফলেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।