
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গত ৮ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিন্দুর খাঁন রোডের ষাড়েরগজ চৌমুহনায় অবস্থিত দি ওয়ার্ল্ড প্রফেট ইসলামী একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পে ২১২ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন ।
২১২ জন রোগীর চক্ষু পরীক্ষায় নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের রোগীদের চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬২ জনকে ফ্রি চশমা বিতরণ দৃষ্টিস্বল্পতা সম্পন্ন রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এছাড়া ৪৫ জন ছানি রোগীর অপারেশনের ব্যবস্থা করে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের রেফার করা হয়েছে । ক্যাম্পের আয়োজনে অংশগ্রহণকারী দল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দল।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আয়োজক সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, ক্যাম্প সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার ।
ক্যাম্পে চিকিৎসা নেওয়া রোগীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “টাকার অভাবে আমরা চিকিৎসা করাতে পারছিলাম না। বিনামূল্যে এই সেবা পেয়ে আমরা খুবই আনন্দিত।” অনেকেই এই ধরনের উদ্যোগ আরও বেশি পরিমাণে চালু রাখার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ।
শ্রীমঙ্গলে তৃতীয় ধাপে ১৪ তম বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন সংস্থার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, “এ পর্যন্ত আমরা প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করেছি এবং ২০২৩ সাল থেকে এই পর্যন্ত ১৭০০ রোগীর ছানি অপারেশনের সুযোগ করে দিয়েছি। মানুষের মুখে হাসি ফুটানোর এ প্রচেষ্টা আমাদের সবার সহযোগিতায় আরও এগিয়ে যাবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা গত ৬ বছর ধরে এই অঞ্চলে স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি এবং সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। ইতিপূর্বে তারা পাঁচটি ইউনিয়নে কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে এবং কয়েকশত ছানি রোগীর অপারেশন করিয়েছে ।
এই ক্যাম্পের সফল আয়োজনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ক্যাম্প সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার ও তার দলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে সংগঠনের সদস্যরা। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তারা ।