বৃহস্পতিবার, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ১০৫০ রকমের ব্যঞ্জন দিয়ে অন্নকূট মহোৎসব

শ্রীমঙ্গল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব অন্নকূট মহোৎসব পালনে এবার অভূতপূর্ব এক আয়োজন দেখল শ্রীমঙ্গল।

শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রাঙ্গণজুড়ে অনুষ্ঠিত এ উৎসবে প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা হয় ১০৫০ রকমের ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ও ১০৫০ কেজি ওজনের এক বিরাট ভোগ।

যা এ অঞ্চলের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় অবস্থিত আশ্রম প্রাঙ্গণে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের এ আয়োজন হয়।

গোবর্ধন পূজার রীতি অনুসারে, খাদ্যের স্তূপ দিয়ে গিরি গোবর্ধনের প্রতীকী রূপ তৈরি করে তা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলের ডগায় গোবর্ধন পর্বত ধারণ করে ব্রজবাসীকে ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করেছিলেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল ১০৫০ প্রকারের ব্যঞ্জন সাজিয়ে তৈরি করা অপূর্ব খাদ্যস্তূপ। যা দেখতে ভক্তদের ঢল নামে আশ্রমে। বেলা সোয়া ১টায় ভোগ নিবেদনের পর এক ঘণ্টার জন্য সাধারণ ভক্তদের জন্য উন্মুক্ত করা হয় ভোগ প্রদক্ষিণের সুযোগ। পরে এই বিপুল পরিমাণ ভোগ মিশ্রণ করে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় প্রায় ৩০ হাজারেরও বেশি ভক্ত-অনুরাগীর মাঝে।

আশ্রমের কর্তৃপক্ষ জানান, এটি তাদের দ্বিতীয়বারের আয়োজন ছিল এবং প্রতি বছরই এই উৎসবকে তারা আরও বড় পরিসরে আনার পরিকল্পনা করছেন। উৎসব স্থলে সারাদিন জুড়ে কীর্তন, পূজা-অর্চনা ও আরতির মধ্য দিয়ে বিরাজ করছিল এক অপার সৌন্দর্য ও উৎসবের আমেজ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ