
মোঃ আলমগীর হোসেন, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে তথ্য–প্রযুক্তির সহায়তায় সফল অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের খালাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গলের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় কিশোরী রীমা। এ ঘটনায় ভিকটিমের পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫) সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ এবং কল রেকর্ড বিশ্লেষণ করে ধারাবাহিক অভিযানে প্রথমে মামলার দুই আসামি বদরুল আলম (২৫) ও শহিদ মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তে ভিকটিমের খালা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়ার সম্পৃক্ততা বেরিয়ে আসে।
অবশেষে ২৪ অক্টোবর রাতে তথ্য–প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকা থেকে কিশোরী রীমা রানী সরকারকে উদ্ধার এবং শিল্পী সরকার ও মোবারক মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।












