রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল-সিলেট মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, উদ্বেগ এলাকাবাসীর

আব্দুর রকিব সোহেল, শ্রীমঙ্গল : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ২ দিনের ব্যবধানে টানা দুইটি সড়ক দুর্ঘটনার স্বাক্ষী হলো শ্রীমঙ্গলবাসী।

গত রোববার বিকাল ৩ টার দিকে হবিগঞ্জের মিরপুর থেকে শ্রীমঙ্গল যাওয়ার সময় ভূনবীর ইউনিয়নের ভূনবীর চৌমুহনার টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক। আহত হন ২ জন। মাথায় হেলমেট না থাকার কারণে প্রাণ বাঁচেনি বাইক চালকের এমন ধারণা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল যাওয়ার পথে সখিনা সিএনজি স্টেশনের কাছে সেতুর পাশে সিএনজিচালিত অটোরিকশা এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২ জন মহিলা, একজন কিশোরী এবং ড্রাইভারসহ ৩ জন পুরুষ আহত হয়েছেন। এর মধ্যে একজন পুরুষ এবং কিশোরী গুরুতর আহত হন।

জানা গেছে, সকাল ১০ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকারবাজার সিএনজি স্ট্যান্ড থেকে ৫ জন যাত্রী নিয়ে শ্রীমঙ্গল এর উদ্দেশ্যে যাচ্ছিল অটোরিকশাটি। পথিমধ্যে পিকআপ ভ্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আহতদের শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে ইতিমধ্যে কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই এলাকাগুলো এমনিতে ঝুঁকিপূর্ণ। গত কয়েকমাস আগেও ট্রাক চাপায় স্পট ডেথ হয়েছিল আপন খালা ও ভাগনির।

এসব দুর্ঘটনায় মানুষ হারাচ্ছে তাদের আপনজন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে। দুর্বিসহ হয়ে উঠছে দুর্ঘটনায় আক্রান্ত পরিবারের জীবন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ