
মো. সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে বাঙ্গরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জন সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ‘সংস্কার করা ছেড়ে দিয়ে দ্রুত নির্বাচন দিন। সাধারণ মানুষের সংস্কারে কোনো লাভ নেই। মেহনতি কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচন দরকার। সংস্কারের দায়িত্ব জনপ্রতিনিধির হাতে ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টা (ড. মুহাম্মদ ইউনূস) দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।’
মুরাদনগর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ এম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, মেজর (অবসরপ্রাপ্ত) মোঃ শাহজাহান। এছাড়াও আরো বক্তব্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামিমা আক্তার রুবি, মুরাদনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাহমিনা আক্তার, কুমিল্লা উঃ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এড: তৌহিদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল ছামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড: নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুম মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান প্রমুখ।