রবিবার, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সচিবালয়ের বাইরে যাচ্ছে পিআইডি ও আবাসন পরিদপ্তর

যায়যায় কাল প্রতিবেদক:  সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ও সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে তথ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা তথ্য অধিদপ্তর (পিআইডি) ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা সরকারি আবাসন পরিদপ্তরকে সচিবালয়ের বাইরে স্থানান্তর করার কথা ভাবছে সরকার।

কারণ হিসেবে জানা গেছে, এই দুটি সংস্থা থেকে যারা সেবা পেতে চান তাদের সচিবালয়ের ভেতরে আসতে পাস জোগাড় করতে হয়, যা কষ্টসাধ্য। অপরদিকে, পাস নিয়ে ভেতরে প্রবেশের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় হুমকির বিষয়টিও সামনে চলে আসে। এসব কারণেই মূলত এ দুটি সংস্থার কার্যক্রম সচিবালয়ের বাইরে কোথাও স্থানান্তর করা যায় কি না তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ সচিবালয় শুধু মন্ত্রী ও সচিবদের দপ্তর, যেখানে সরকারের মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সেখানে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার সরাসরি দাপ্তরিক কাজকর্ম পরিচালনা অনেকটাই বেমানান। এ ছাড়া সরকারের সব মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো সচিবালয়ের বাইরে রাজধানীর বিভিন্ন স্থানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে। শুধু সরকারি এই দুটি সংস্থা সচিবালয়ের ভেতরে তাদের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ফলে এতদিন বিষয়টি নিয়ে তেমন কেউ মাথা না ঘামালেও ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের টনক নড়েছে। ফলে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সরকারি সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে  জানিয়েছেন, সচিবালয় হচ্ছে মন্ত্রী-উপদেষ্টা ও সচিবদের দফতর। সেখানে কোনও অধিদফতর বা পরিদপ্তরের দপ্তর থাকা শোভনীয় নয়। এ দুটি সংস্থা ছাড়া সব সংস্থাই তো বাইরে। এ দুটি সংস্থা কেন সচিবালয়ের ভেতরে থাকবে? এ ছাড়া সচিবালয়ের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি এখনই চূড়ান্ত করা হয়নি। আলাপ-আলোচনা পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিজামুল কবীর ও সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু জাফর রাশেদ জানিয়েছেন, বিষয়টি আমাদের জানা নাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ