যায়যায় কাল প্রতিবেদক : সচিবালয় ঘেরাও ও গতকাল রোববার রাতে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪ মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
আদালতে এক উপপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর শাহবাগ, রমনা, বিমানবন্দর ও পল্টন থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হয়।
উপপরিদর্শক জানান, ৩৭৭ জনের মধ্যে ১৯১ জনকে শাহবাগ থানার মামলায়, ৮৫ জনকে রমনা থানার মামলায়, ৯৫ জনকে পল্টন থানার মামলায় এবং ৬ জনকে বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী আনসার সদস্য আছে বলেও জানান তিনি।
চাকরি জাতীয়করণসহ আরও কিছু দাবিতে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও সচিবালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখেন কিছু আনসার সদস্য।
পরে রাতে ছাত্র-জনতা সচিবালয় এলাকায় গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আনসার সদস্যরা। এতে আহত হন অন্তত ৫০ জন।