সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও ব্যবস্থা নিচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী: রিজভী

যায়যায় কাল প্রতিবেদক:  ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। অথচ কিছুদিন আগেও এই বিএনপির পার্টি অফিস থেকে মিছিল বের হলেই আইন-শৃঙ্খলা বাহিনী চারদিক থেকে মৌমাছির মতো আক্রমণ করতো।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক অনুদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকলেও র‌্যাব, পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আনতো। আর আজকে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে না।

রিজভী বলেন, সারাদেশে কত মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন সামাজিক সংঘাত-সংর্ঘষে। আইন-শৃঙ্খলা বাহিনী তা দমনে কোনো ভূমিকা রাখে না। অপরাধীদের তো গ্রেপ্তার করে না। যারা আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর লোক। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে না। এসব অপরাধীদের কারা রেহাই দিচ্ছে তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি। এখন কেন আবু সাঈদ, মুগ্ধদের মায়ের চোখের জল জড়বে।

এসব হত্যা মামলায় অনেক জায়গা আসামির তালিকায় বিএনপির নেতা-কর্মীদের নাম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তার শ্বশুরের নামে একটি ফাউন্ডশেন করেছিলেন উল্লেখ করে রিজভী বলেন, দুদক খোঁজ করে দেখেছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ফাউন্ডেশন করেছিল, সেটি খুঁজে দেখো গেছে নেই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ও তার ছেলে-মেয়েরা।

আমরা বিএনপি পরিপারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *