
মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ: ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্দ্বীপ উপজেলার কাচ্চি ডাইন কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মীর মাওলানা ইসমাইল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি হাফেজ মহিব উল্যা, সহসাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহেদুল ইসলাম, মিডিয়া সেলের আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক আমিনুর রসুল রিয়াদ, সদস্য সচিব সানা উল্যা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগতের প্রতিনিধি মোজাম্মেল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের এম এ হাসেম, সুপ্রভাত বাংলাদেশের ইলিয়াস কামাল বাবু, সকালের সময়ের প্রতিনিধি বাদল রায় স্বাধীন, দৈনিক দিনকাল ও পূর্বকোণের প্রতিনিধি হাসানুজ্জামান সন্দ্বীপি, আমার সংবাদ ও দৈনিক সাংগু’র প্রতিনিধি ইলিয়াস সুমন, যমুনা টিভির প্রতিনিধি চারু মিল্লাত, সমকালের সাজিদ মোহন, দৈনিক মানব কন্ঠের মাহমুদুর রহমান, দৈনিক যায়যায়কালের প্রতিনিধি মোঃ মাইনউদ্দীন সহ স্থানীয় অনলাইন ও টেলিভিশন এর প্রতিনিধিগণ।
সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন তার বক্তেব্যে বলেছেন, তিনি আগামীতে এমপি হতে পারলে আধুনিক সন্দ্বীপ গড়ে তোলার পাশাপাশি নৌ যাতায়াত, রাস্তা-ঘাট পাকাসহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের লক্ষে কাজ করবেন। তরুন প্রজম্ম কে মাদক ও নেশা থেকে মুক্ত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করবেন। পরিশেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি করেন।