মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া সড়কের তালতলী বাজার ও কেঞ্চাতলী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে ও বাজার পরির্দশন এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করা ক্রয় রশিদ না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৪ ও ৪৫ ধারায় মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, আজ মঙ্গলবার সন্দ্বীপের ২টি বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।