মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্দ্বীপে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: ‘সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চট্টগ্রামের সন্দ্বীপে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দর আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। শেষে উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে সমবায় দিবস উপলক্ষে উদ্ভাসন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, বিশেষ অতিথির বক্তৃতা করেন রাঙ্গামাটি জেলা অবসরপ্রাপ্ত সমবায় অফিসার কেফায়েতুল্ল্যাহ সুজন।

অনুষ্ঠানে সমবায়ী সংগঠনের সদস্য, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সমবায় সমিতি মাধ্যমে আত্নকর্মসংস্হান সৃষ্টি করে দেশ কে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব । সমবায়ের সবচেয়ে গূরুত্বপূর্ন্য হলো বিশ্বাসস্ততা। যা অর্জন করতে পারলে অর্থের অভাব থাকবে না, উপজেলার সকল সমিতিগুলো সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করুন,তাহলে সাধারণ জনগণ ও প্রতিষ্ঠান উভয়ে উপকৃত হবেন। এই কারণে আমাদের স্লোগান- সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম, উপজেলা কৃষি ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন,উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, প্রেস ক্লাব সভাপতি রহিম উল্ল্যাহ, সমবায় দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব আসিফ আকতার, উদ্ভাসন সম্পাদক কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকন ও সাইফুল ইসলাম ইনসাফ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, মেঘনা সঞ্চয়ের সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ ন্যাশনাল সঞ্চয়ের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, সমবায় দিবস উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল আকতার, গোল্ডেন রুলের সভাপতি সফিকুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপালী ক্রেডিট লিমিটেডের সিনিয়র এজিএম কামরুল ইসলাম টিটু। অনুষ্ঠানেপবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু ইউসুফ, ও গীতা পাঠ করেন মাস্টার মাধব চন্দ্র দাশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ