শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপের শিক্ষা সাংস্কৃতিক ক্রিড়া ও জনসেবামুলক সংগঠন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক মাহমুদুর রহমান। মগধরা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার এস এম আইয়ুব আলী, ও প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক বিশিষ্ট বীমাবিদ মাওলানা আলাউদ্দীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বিশিষ্ট সমাজসেবক জামশেদুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মাস্টার আনোয়ারুল কাদের, মাইটভাংগা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন, মাওলানা ওমর ফারুক, সংগঠনের সহসভাপতি মাস্টার আবুল বাশার, মাস্টার মামুনুর রশিদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সালাউদ্দিন রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মোশারফ হোসেন নুর, ইচ্ছে শক্তি স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রানা , ও নজরুল নাইম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোশারফ হোসাইন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারি কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তরা বলেন, সন্দ্বীপ জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকে সন্দ্বীপে একটি প্রাথমিক বৃত্তি চালু রয়েছে। যা এ পর্যন্ত ৯ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ ছিল। ২০১৭ সালে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, বিভিন্ন দুস্হদের মাঝে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা, করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ, বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা অংশগ্রহণ, সাম্প্রতিক ফেনীর বন্যাদুর্গতের মাঝে আর্থিক অনুদানসহ নানান সামগ্রিক কর্মকাণ্ড চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ