বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপ পুনর্গঠনে ছাত্রদের ৬ দফা দাবি

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহ্যবাহী জনপদ সন্দ্বীপ পুনর্গঠনে ছাত্র জনতার প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার সকাল ১০টা সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এই সময় ৬ দফা দাবি ইউএনওকে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক টিম।

এতে সভাপতিত্বে করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক তাসফিক সিফাত উল্ল্যাহ, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান, ফাহাদ উমর ও মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সংগঠক নাছরিন আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আবদুল কাইয়ুম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফুল আলম, ন্যাশনাল ইউন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) শিক্ষার্থী মেহেরাব হোসেন বাঁধন, মুস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আবিদা আলম ইসমা প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহসীন আলম, সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার, ইউআরসি ইন্সট্রক্টর অপূর্ব কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনসার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারবেজ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক আবদুল হামিদ, ও সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম প্রমুখ।

মতবিনিময় সভায় সমন্বয়ক টিমের পেশ করা দাবি সমূহ হচ্ছে- গুপ্তচরা-কুমিরা নৌ রুটে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত স্পিড বোট ভাড়া ১৭০ টাকা আগামী ৭ দিনের মধ্যে কার্যকর করা, সন্দ্বীপে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী ব্যতিরেকে অন্তত ৪টি অ্যাম্বুলেন্স এবং ২টি সি-অ্যাম্বুলেন্স সচল রাখতে আগামী ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, গাছুয়া হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে সাপের অ্যান্টিভেনমসহ জরুরি চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা, সন্দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষক রাজনীতি এবং শিক্ষা বাণিজ্য বন্ধ করা; বিশেষত: যে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গড় শিক্ষার্থী ৭১ জন ঐ বিদ্যালয় সমুহে শিক্ষার্থী বাড়াতে উপজেলা শিক্ষা কমিটি, ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, সন্দ্বীপের কৃষকদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি দিয়ে সার ও বীজ সরবাহ করা এবং সন্দ্বীপে বেঁড়িবাঁধ ব্যবস্থাপনাসহ নদী ভাঙন মোকাবিলায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ