খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: সেতাবগঞ্জ কলেজপাড়া একাদশ যুব সংঘ ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মো. শরিফুল ইসলাম সভাপতি হিসেবে এবং মো. আব্দুর রফিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আল ইমরান নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। ক্লাবের অন্যান্য সদস্যরাও এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে ক্লাবের উন্নয়নে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নির্বাচনের মাধ্যমে কমিটি তাদের সংগঠনকে ভবিষ্যতে নতুন দিগন্তে এগিয়ে নেওয়ার জন্য নানা কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেছেন।