বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজসেবা ও মানবকল্যাণে স্বর্ণপদক পেলেন সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান দিপন 

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বাংলাদেশের একজন শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় ভারত-বাংলাদেশ সাহিত্য সম্মেলনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন দিপন প্রামাণিক কে মহাবঙ্গ সাহিত্য সংস্কৃতি পর্ষদ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়েছে।

 

২৯ ডিসেম্বর ২০২৪ মহাবঙ্গ সাহিত্য সংস্কৃতি পর্ষদের উদ্যোগে ভারতের কলকাতা রবীন্দ্র সনদ বাংলা একাডেমির চত্বরে চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভাঘরে আন্তর্জাতিক কবিতা উৎসব এবং গুনীজন সম্মাননা স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়। ২০ জানুয়ারি ২০২৫, সোমবার বিকেলে এ সম্মাননা স্বর্ণপদক ও সনদপত্র হাতে পান কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন দিপন প্রামাণিক। এ বিষয়ে মো: আনোয়ার হোসেন দিপন প্রামাণিক বলেন, এ সম্মাননা স্বর্ণপদক আমার একার কৃতিত্ব নয়। এটি আমার ইউনিয়ন বাসী সকলের কৃতিত্ব। কারণ ইউনিয়ন বাসী সকলের সহযোগিতায় সমাজসেবা ও মানবকল্যাণে অবদান রাখতে পেয়েছি। তিনি আরও বলেন, যতোদিন বেঁচে আছি সকল মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তিনি এই ইউনিয়নে চেয়ারম্যান এর দায়িত্ব ভার নেওয়ার পর থেকে আজ পর্যন্ত সমাজসেবায় অবদান রাখায় বিভিন্ন সংস্থার পক্ষে থেকে অনেক সম্মাননা ও স্বর্ণপদক পেয়েছেন। স্বর্ণপদক পাওয়ায় ইউনিয়ন বাসী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *