বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সমাজ উন্নয়ন কেন্দ্রের কসবা শাখার উদ্বোধন

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) দেশের আর্থসামাজিক অগ্রগতির ধারায় একটি নির্ভরযোগ্য ও কর্মমুখী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। সেই ধারাবাহিকতায় সুক এবার যাত্রা শুরু করলো তার ১৭তম শাখা — কসবা শাখা।

প্রথম ঋণ বিতরণের মাধ্যমে কসবা শাখার উদ্বোধন ঘোষণা করেন সুক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মমিন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুক-এর পরিচালনা পর্ষদ, কর্মকর্তাবৃন্দ, কর্মী ও গ্রাহকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মমিন হোসেন বলেন, “এই প্রতিষ্ঠান কেবল অর্থনৈতিক সহায়তা নয়, মানুষের স্বপ্ন ও আত্মবিশ্বাস গঠনের সহযাত্রী। আমাদের প্রত্যেককে গ্রাহকসেবায় আরও আন্তরিক ও মানবিক হতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের প্রেরণা দিন। আমরা চাই— উন্নয়নের এ যাত্রায় মানুষই হোক কেন্দ্রবিন্দু।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং সেবা প্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত। সবার সুস্বাস্থ্য, সফলতা ও সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *