মামুন-উর-রশিদ, কুড়িগ্রাম: নির্বাচনের পূর্বেই সমাজ সংস্কার ও রাষ্ট্র মেরামতের ভিত্তি স্থাপনের দাবিতে কুড়িগ্রামে নৈতিক সমাজ নামে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের পৌর টাউন হলে নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখা এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন।
তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচনে পূর্বে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, ভুরাজনীতিসহ প্রতিরক্ষা বিভাগকে সংস্কার করতে হবে। তাহলেই এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব।
উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান কেএম মহিবুল হক খোকন, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ার এজাহার আলী, নৈতিক সমাজের জেলা কমিটির সভাপতি মো: আশরাফ আলী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মো: তাজুল ইসলাম তাজসহ আরও অনেকেই।
২০২১ সালে প্রতিষ্ঠিত এ দলটি জানায় আগামী নির্বাচনের আগে নিবন্ধন পেলে দেশের ৩শ আসনে প্রার্থী দিয়া হবে।