শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সম্পত্তি বিক্রি করে বকেয়া বেতন দেয়া হবে নাসা গ্রুপের শ্রমিকদের

যায়যায়কাল প্রতিবেদক: শ্রমিকের পাওনা পরিশোধে সম্পত্তি বিক্রি করতে রাজি নাসা গ্রুপ। সরকারের দেওয়া সময়সীমার মধ্যেই নাসা গ্রুপ তার সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে। কোন কোন সম্পত্তি বিক্রি করবে গ্রুপটি, তা–ও জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পত্তি বিক্রির জন্য গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পাওয়ার অব অ্যাটর্নি–বিষয়ক নথিতে আজ স্বাক্ষর করেছেন। নাসা গ্রুপ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে।

যেসব সম্পত্তি বিক্রি হবে, সেগুলো হচ্ছে গুলশান ৭ নম্বর রোডের ৬ নম্বর প্লট, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন, নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি এবং প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।

নাসা গ্রুপের পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানানো হয়, সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

জানতে চাইলে নাসা গ্রুপের উপদেষ্টা সিরাজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শনিবার ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সংস্থা ও বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলগেটে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্বাক্ষর নেওয়া হয়।

নজরুল ইসলাম মজুমদার ২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় এক সিদ্ধান্ত নিয়ে জানায়, সম্পত্তি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা করতে ২১ সেপ্টেম্বরের মধ্যে পাওয়ার অব অ্যাটর্নি নিতে হবে। নইলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

নাসা গ্রুপের সম্পত্তির একটি তালিকা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে গুলশান-১–এ ১২ তলাবিশিষ্ট ২টি ভবন, ৭১ নম্বর প্লটে ১ বিঘা, তেজগাঁও শিল্প এলাকায় ৩ বিঘা, তেজগাঁও আড়ংয়ের বিপরীতে ৭ বিঘা, মহাখালী ডিওএইচএসে ১০ কাঠা, ঢাকার নিকেতনে ১০ বিঘা, উত্তরায় ১০ বিঘা, ১৩ নম্বর সেক্টরে প্লট এবং দিয়াবাড়িতে ৩ প্লট মিলে ৪০০ কোটি টাকা দামের সুইমিং পুল, পূর্বাচলে ২ বিঘা, ২০টি প্লট ও হাসপাতাল, মেঘনা ঘাটে আরও ১০ বিঘা জমি, ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি, দুবাইয়ে খেজুরবাগান ও দুবাই রিসোর্ট, এক্সিম ব্যাংকে ২৪ কোটি টাকাসহ আরও সম্পত্তি।

জানা গেছে, নাসা গ্রুপের বিভিন্ন কারখানায় ২০ হাজারের বেশি শ্রমিক রয়েছেন। তবে ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নাসা গ্রুপ এখন ৮ হাজার ৬৭৬ কোটি টাকার খেলাপি। কারখানাগুলো বন্ধ থাকায় বেতন-মজুরি পাচ্ছেন না নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীরা। অধিকার আদায়ে শ্রমিকেরা বিক্ষোভ করে যাচ্ছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ