
কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ‘থানা দায়িত্বশীল’ প্রোগ্রাম গত বৃহস্পতিবার বেলা ৩টায় নগরীর দিদার মার্কেট সাফা আর্কেডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী।
এসময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র সংস্কার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটাকে সমর্থন করছে।আমরা চাই একটি সুশাসনের দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আর রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।